সিলেটে ছাত্রলীগ এবং ছাত্রদলের সংঘর্ষ, সাংবাদিকের উপর হামলা।

দৈনিক মানবাধিকার সংবাদ ডেস্কঃ সিলেট নগরীতে ছাত্রলীগ ও ছাত্রদলের মিছিল চলাকালে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আলিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এদিকে, এসময় চতুর্দিকে উত্তেজনা ছড়িয়ে পড়লে কয়েকজন যুবক ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মইন উদ্দিন মঞ্জুর উপর হামলা চালিয়েছে। হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদ এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। মিছিলটি আলিয়া মাদ্রসার সামনে যাওয়া মাত্র মাদ্রাসার গেইটের ভেতর থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মিলিয়ে হামলা চালানোর চেষ্ট করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে।
এসময় পেশাগত দাযিত্ব পালনকালে কয়েকজন যুবক ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি চ্যানেল এস সিলেটের প্রধান প্রতিবেদক মইন উদ্দিন মঞ্জুর উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।