Thu. Mar 30th, 2023

আলোচিত মাহফুজ বানভাসী নয়, ত্রাণ লুটের ঘটনা এড়াতেই অপপ্রচার।

বার্তা সম্পাদকঃ মোঃ ছাদিকুর রহমান, দৈনিক মানবাধিকার সংবাদ।

গত ২১ মে শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ কোম্পানীগঞ্জে ত্রাণ বিতরণ করেন।

উক্ত ত্রাণ বিতরণকালে মাহফুজ নামক এক ব্যক্তি নিজের ত্রাণ লুটের ঘটনা এড়াতে গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করেন। তার বক্তব্যের প্রেক্ষিতে দি ডেইলি স্টার সহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে ‘মন্ত্রীর ফটোসেশন শেষে ফিরিয়ে নিলো ত্রাণ, খালি হাতে ফিরলেন মাহফুজ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এ সংবাদের কোন ভিত্তি নেই ও সম্পূর্ণ ভূয়া।

মূলত; আলোচিত মাহফুজ বানভাসি নয় এবং ত্রাণের তালিকায় তার নামও ছিল না । ভিডিও ফুটেজে তাকে মন্ত্রীর হাত থেকে ত্রাণ নিতেও দেখা যাচ্ছে না।

মূলত; প্রবাসী কল্যান মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ বিতরণ নিয়ে ওই স্থানে হট্টগোল লেগে যায়। এসময় মাহফুজ ত্রাণ লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন । ভিডিও ফুটেজে দেখা যায়- মাহফুজ ত্রাণ লোট করে নিয়ে যাচ্ছেন। এসব ঘটনা এড়াতেই মাহফুজ গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করেন। এ ঘটনার সাথে প্রকাশিত সংবাদের কোন সত্যতা নেই।

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ ও সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া উক্ত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস জানান, মন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করতেই একটি চক্র উঠেপড়ে লেগেছে। তাদের প্রত্যেক্ষ ইন্ধনেই ত্রাণ বিতরণের দিন এমন অপপ্রচার করছে ওই মহল। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ শক্ত অবস্থান নেবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়:২/২৫ ইষ্টার্ন প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা,সিলেট-৩১০০।
+8801712-783194
dailyhumanrightsnews24@gmail.com