Wed. Mar 29th, 2023

আসামি গ্রেফতার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আসামি গ্রেফতার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সমিরন চন্দ্র দাস নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। 

এ ঘটনায় পুলিশের ৩ এসআই, ২ কনস্টেবল ও ৩ আসামি গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ময়নার দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত এসআই সমিরন চন্দ্র দাসের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামে। আহতরা হলেন- রাজনগর থানায় কর্মরত পুলিশের এসআই সুলেমান, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর, কনস্টেবল (গাড়ি চালক) আব্দুল আজিজ ও মাসুক মিয়া। আহত গ্রেফতাকৃতরা হচ্ছে কান্ত সাওতাল, লক্ষন সাওতাল ও কুর্মি মইনা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার উত্তরবাগ চা বাগান থেকে রাজনগর থানা পুলিশ ৩ আসামিকে গ্রেফতার করে একটি পিকআপ ভ্যানে করে থানায় ফেরার পথে ময়নার দোকান এলাকায় গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। 

এতে পুলিশের ৪ এসআই, ২ কনস্টেবল ও গ্রেফতারকৃত ৩ আসামি গুরুতর আহত হন। খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশের এসআই সমিরন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। 

পরে গুরুতর আহত পুলিশের ৩ এসআই, ১ কনস্টেবল ও ১ আসামীকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। আহত ১ কনস্টেবল ও গ্রেফতারকৃত দুই আসামিকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাজনগর থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিশেষ অভিযান শেষে ৩ জন আসামিকে গ্রেফতার করে রাজনগর থানায় ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com