বন্যার্ত এলাকা পরিদর্শন করতে আগামীকাল সিলেটে আসছেন মন্ত্রী ইমরান আহমদ।

বার্তা সম্পাদকঃ মোঃ ছাদিকুর রহমান, দৈনিক মানবাধিকার সংবাদ।
বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে দুই দিনের সফরে সিলেটে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। মন্ত্রী জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন।
শনিবার সকাল ৯টার দিকে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। দুর্গত এলাকা পরিদর্শন শেষে তিনি সিলেটে এসে তিনি সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।
পরদিন রোববার সকালে ফের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন সিলেট-৪ আসনের বার বারের নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদ।