পঞ্চগড়ে ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৫, ৬ ও ৭ নং ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ৫, ৬, ও ৭ নং ইউনিয়ন আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার ( ১৩ মে )ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে ভজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, মজিবুর রহমান মাস্টারের ; সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগড় ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোজাহারুল হক প্রধান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, এটিএম সারোয়ার, সাবেক সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগ পঞ্চগড় , আবু তোয়াবুর রহমান, সাবেক সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ পঞ্চগড়, মো: আরিফুল ইসলাম পল্লব, সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগ পঞ্চগড়, বীর মুক্তিযোদ্ধা, মোঃ ইয়াছিন আলী মন্ডল, সভাপতি উপজেলা আওয়ামী লীগ তেতুলিয়া পঞ্চগড়, মাহমুদুর রহমান ডাবলু, চেয়ারম্যান, তেঁতুলিয়া উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ তেতুলিয়া পঞ্চগড় । আবুল কালাম আজাদ ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক ৭ নং দেবনগড় ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ , সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।