দেবীগঞ্জে বজ্রপাতে ৩টি গরুসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আবু সাঈদ পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ২, পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জ উপজেলার রাজার হাট পামুলি গ্রামের দুলালের বাড়িতে গতরাতে বজ্রপাতে তিনটি গরুসহ বাড়িঘর পুরে ধ্বংস হয়েছে প্রায় লক্ষাধিক টাকার।ঘটনাস্থলে গিয়ে জানা যায় বাড়ির মালিক দুলাল মিয়া অভাবের তাড়নায় আমণ ধান কাটার কাজে বগুড়া গেছেঈদের আগে।তার দুটি ছেলে মেয়ে তাদের লেখা পড়া ও ভরণপোষণের জন্য তাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে কোনমতে সংসার চালাতে হয়।দুলালের আবাদি জায়গা জমি না থাকায় মানুষের বাড়িতে কাজ করে বছরের অধিকাংশ সময় জেলার বাহীরে গিয়েও কাজ করতে হয়।তার সংসারে শেষ সম্বল হিসেবে তিনটি গরু ই লালন পালন করতো।গতরাতে আল্লাহর ইশারায় বজ্রপাতে তার শেষ সম্বল গরু তিনটিও পুরে ছারখার হয়ে গেল।এখন তার একটি থাকার ঘর ছাড়া আর কিছুই রইলনা।তিনি বলেন এখন যদি সরকার বাহাদুরের লোকজন আমাকে সাহায্য না করে তাহলে আমার সংসার ছেলেমেয়ের লেখাপড়া সহ আমার চলার আর উপায় থাকবেনা।