আদমদীঘিতে তিন মাদকসেবীর জেল জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে তিনজনের জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত ১১ মে বুধবার বিকেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক তাদের বিরুদ্ধে এই রায় দেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, সান্তাহার ইয়ার্ড কলোনীর সেকেন্দার আলির ছেলে আশিক (২৫) কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা, সান্তাহার হাউজিং কলোনীর আব্দুর রহমানের ছেলে সোহেল (২৫) ও কোচকুড়ি পাড়ার মনিরুল হকের ছেলে এনামুল হক (৩৫) কে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পদির্শক শামীমা আক্তার উপস্থিত ছিলেন।
#