আদমদীঘিতে অভ্যন্তরীণ ইরি-বোরো ধানচাল সংগ্রহ উদ্বোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি ভাবে অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। গত ১১ মে বুধবার দুপুরে আদমদীঘির সান্তাহার এলএসডি খাদ্যগুদামে ধান চাল সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুদুর রহমান পিন্টু, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী, সিএসডি খাদ্যগুদাম ম্যানেজার হারুন অর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সম্পাদক জাহিদুল বারী প্রমূখ নেতৃবর্গ।
উল্লেখ্য : চলতি ইরিবোরো মৌসুমে অত্র উপজেলায় ১৬৮টি মিলারের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে মোট ১৩ হাজার ৯৪০ মেট্রিক টন চাল ও কৃষকদের নিকট থেকে ২৭ টাকা কেজি দরে ১ হাজার ৬৬০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। চাল সংগ্রহ ৩১ আগষ্ট পর্যন্ত চলবে। উদ্বোধন দিনে ১৫ মেট্রিক টন ৭৫০ কেজি চাল সংগৃহিত হয় বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী জানান।