নাজিরপুর উপজেলা উলামা পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

জালিস মাহমুদ, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলা উলামা পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
অরাজনৈতিক সেবামূলক সংগঠন নাজিরপুর উলামা পরিষদের বার্ষিক প্রতিনিধি সম্মেলন ০৮ মে (রবিবার) সকাল নয় ঘটিকায় দক্ষিণবঙ্গের সুপ্রসিদ্ধ দ্বীনি মারকায জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর উলামা পরিষদের আমীর মুফতী ওয়াহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকাছেমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তাফিজুর রহমান মুমতাজী।
সম্মেলনে শুরা সদস্যদের পরামর্শক্রমে মুফতি ওয়াহিদুল আলম নাজিরপুর উলামা পরিষদের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে মাওলানা রিয়াদুল ইসলাম মুনীরকে আহ্বায়ক ও মাওলানা ফেরদাউস আহমাদকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট তিন মাস মেয়াদী আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন মাওলানা ইলিয়াস আহমাদ (দীর্ঘা), মুফতি সাখাওয়াত হোসাইন ও মুফতি কামরুল ইসলাম আরেফী।
বার্ষিক রিপোর্ট পেশ করেন নাজিরপুর উলামা পরিষদের বিদায়ী সাধারণ সম্পাদক এবং পিরোজপুর উলামা পরিষদের সদস্য সচিব মুফতি আব্দুর রহীম কাসেমী।
মুফতি কামরুল ইসলাম আরেফীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন সাতকাছেমিয়া মাদরাসার শাইখুল হাদীস মাওলানা হেমায়েত উদ্দিন, শাইখুল হাদীস মাওলানা আব্দুল হাই, মাওলানা শরফুদ্দীন আহমাদ, মুফতি আবুল হাসান, মুফতি নূর হোসাইন নেছারী, মুফতি মুসলেহুদ্দীন, মুফতি আবদুল্লাহ ফিরোজী, মুফতি ইলিয়াস আহমাদ, মাওলানা শাহ আলম, মাওলানা এযায খান, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আব্দুল হান্নান, মুফতি মোহসেন উদ্দিন, মাওলানা আব্দুল জলিল সহ নাজিরপুরের বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধিরা।
শতাধিক আলেমের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোস্তাফিজুর রহমান মুমতাজী বলেন, কুরআন সুন্নাহর খেদমতের পাশাপাশি সমাজসেবা এবং সামাজিক সংকট মোকাবিলায় আলেমদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সমাজের রন্দ্রে রন্দ্রে মিশে থাকা শিরক বিদআতের মুলোৎপাটনে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে। নাজিরপুর উলামা পরিষদের সার্বিক কার্যক্রম সন্তোষজনক।
সভাপতির বক্তব্যে মুফতী ওয়াহীদুল আলম বলেন, নাজিরপুর উলামা পরিষদ এর সার্বিক কার্যক্রম গতিশীল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। সবার সহযোগিতা নিয়ে এটা দেশের একটি রোল মডেল সংগঠনে পরিণত হবে, ইনশাআল্লাহ।
মুফতী আব্দুর রহীম কাসেমী বার্ষিক রিপোর্ট পেশ করে সংগঠনের মূল প্রতিপাদ্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ ও খেদমতে খালক বাস্তবায়নে ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে শামিল হওয়ার আহবান জানান।
সম্মেলনে সাতকাছেমিয়া মাদরাসার শাইখুল হাদীস এবং নাজিরপুর উলামা পরিষদের শুরা সদস্য আল্লামা রফীক আহমাদ মহল্লী, মাওলানা হেদায়েতুল্লাহ বাশার, মাওলানা কাজী আব্দুল হাই, মাওলানা সুলতান আহমাদ কাসেমী, হাফেজ মাসুম বিল্লাহ বিন মোমতাজ উদ্দিন, হাফেজ নজরুল ইসলাম সহ নাজিরপুরের প্রয়াত সব আলেমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া মুফতি ওয়াহিদুল আলমের নেতৃত্বে সাতকাছেমিয়া মাদরাসার কাছেই শায়িত মাওলানা সুলতান আহমাদ কাসেমীর কবর যিয়ারত করেন উপস্থিত উলামায়ে কেরাম।