কয়রায় আশি বিঘা প্রাঙ্গণে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত।

গাজী নজরুল ইসলামঃ কলিযুগে মানুষ ধর্মের অমৃত বাক্য ভুলে গিয়ে অসত্য ও অধর্মের করাল কষাঘাতে নিষ্পেষিত। অর্থবিত্ত আর লোভের বশবর্তী হয়ে মানুষে হিংসা, বিদ্বেষ, মারামারি ও হানাহানিতে পৃথিবীর মানুষ অশান্তির পংকিল আবর্তে নিমজ্জিত হচ্ছে। এই দুরুহ অশান্তি থেকে পরিত্রাণ পাওয়ার নিমিত্তে কলিযুগের অবতার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনাদর্শকে পাথেয় করে জাতি ধর্ম-বর্ণের বিভেদ ভুলে গিয়ে প্রেমময় পূণ্য পথে ধাবিত করার লক্ষ্যে, কয়রা উপজেলার ৬নং কয়রায় শ্রী শ্রী গোবিন্দ জিউ ঠাকুর মন্দির কমিটির উদ্যোগে, শ্রী শ্রী গোবিন্দ জিউ ঠাকুর মন্দির আশি দীঘা প্রাঙ্গণে ২০ বৈশাখ, বুধবার হইতে ২২ বৈশাখ ১৪২৯, শুক্রবার পর্যন্ত, বাবু সরোজ মন্ডল এর সভাপতিত্বে ২য় তম ১৬ প্রহর ব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিমেষ বিশ্বাস উপজেলা নির্বাহি অফিসার কয়রা খুলনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু মিহির মন্ডল, চেয়ারম্যান কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দাকোপ উপজেলা শাখা। এ্যাডভোকেট অম্বিকাচরণ সানা, সভাপতি পূজা উদযাপন পরিষদ কয়রা উপজেলা শাখা এছাড়া উপস্থিত ছিলেন বাবু দিলীপ কুমার বৈরাগী, সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কয়রা উপজেলা শাখা, বাবু সরোজিত রায়, প্রধান শিক্ষক হোগলা মিরনী মাধ্যমিক বিদ্যালয়, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দাকোপ ইউনিয়ন শাখা। বাবু মহাশীষ সরদার, ইউপি সদস্য মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ, এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, সভাপতি বাংলাদেশ শ্রমিক লীগ কয়রা উপজেলা শাখা। ৬নং কয়রা শ্রী শ্রী গোবিন্দ জিউ ঠাকুর মন্দির কমিটির সাধারণ সম্পাদক, বাবু সুজিত রায় কোষাধক্ষ্য বাবু বিশ্বজিৎ গাইন, অ্যাডভোকেট প্রমোদ কুমার মণ্ডল সহ সনাতন ধর্মাবলম্বী অসংখ্য ভক্ত বৃন্দ। উক্ত ১৬ প্রহর ব্যাপী অখন্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যোজ্ঞ অনুষ্ঠানে, শ্রীশ্রীনামামৃত পরিবেশন করেছেন, শ্রী শ্রী নিত্যানন্দ সম্প্রদায়, খুলনা। মা ভুবনেশ্বরী সম্প্রদায়, মাগুরা। শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ সম্প্রদায়, খুলনা। শ্রী শ্রী নন্দ কিশোর সম্প্রদায়, সাতক্ষীরা। শ্রীশ্রী সত্যনারায়ণ সম্প্রদায়, খুলনা। শ্রী শ্রী দুর্গাপদ সম্প্রদায়, খুলনা।