খুলনার কয়রায় বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

গাজী নজরুল ইসলাম, খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বেজপাড়া গ্রামে অবস্থিত, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বেজপাড়া হায়াতুন্নেছা দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান ৪ মে ২০২২, সকাল ১০ ঘটিকায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। “বিভেদ নই ঐক্য, বন্ধুত্ব মোদের লক্ষ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৬ এর ব্যাচের শিক্ষার্থী শিশির মোহাম্মদ বিলাল (সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাগেরহাট) এর আহ্বানে মাদ্রাসার আইসিটি শিক্ষক মোঃ আব্দুর রউফ এর সঞ্চালনায় ও মাদ্রাসার সুপার, এ কে এম আজহারুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা পাইকগাছা মা মাটি মানুষের প্রাণের স্পন্দন আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, মাননীয় জাতীয় সংসদ সদস্য খুলনা -৬ (কয়রা- পাইকগাছা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার গর্ব আমাদী ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আশরাফ হোসেন, উপসচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উপস্থিত ছিলেন আমাদী ইউনিয়নের কৃতি সন্তান, শাহিনুজ্জামন (শাহিন) অতিরিক্ত জেলা প্রশাসক বাগেরহাট। উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জুয়েল, চেয়ারম্যান, ১নং আমাদী ইউনিয়ন পরিষদ, কয়রা, খুলনা।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ে দেশ-বিদেশ থেকে একাধিক এ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষানুরাগী’ ড. চয়ন কুমার রায়, অধ্যক্ষ খান সাহেব কোমর উদ্দিন কলেজ‚ বীর মুক্তিযোদ্ধা মোঃ একিম গাজী এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃ আক্তারুজ্জামান, প্রভাষক কয়রা সরকারি মহিলা কলেজ, জাফরুল ইসলাম পাড়, যুগ্ন সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ কয়রা উপজেলা শাখা। মোঃ মার্জন ঢালী, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও সাবেক সভাপতি, মোঃ ইসমাইল হোসেন বাবলু, অত্র মাদ্রাসার সভাপতি, প্রাক্তন ছাত্র ও ইউপি সদস্য ৫নং ওয়ার্ড, সাবেক সহ-সুপার মাওলানা শাহজাহান সাহেব, সাবেক শিক্ষক মুক্তার হোসেন সহ মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দ। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তাদের মূল্যবান বক্তব্যে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন মাদ্রাসার স্মৃতি বৃদ্ধি এবং মাদ্রাসা ও এলাকার সার্বিক অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন যে, পাড়াগাঁয়ে জরাজীর্ণ ভবনে পড়ালেখা করে প্রাক্তন শিক্ষার্থীরা সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ে কর্মরত আছে, কেউবা জনপ্রতিনিধি, কেউবা রাজনীতিবিদ, ঈদের এই আনন্দঘন মুহূর্তে এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। ঈদ পরবর্তী সময় সকলে একত্রিত হওয়া ছিল একটা উৎসব মুখর পরিবেশ, সবমিলিয়ে লুকায়িত এক ঝাঁক হিরার ঝলকানিতে মুখরিত ছিল মাদ্রাসা এলাকা জুড়ে, অবশেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের ও শিক্ষক ছাত্র অনেকেই এহজগত শেষ করে, পরজগতের বাসিন্দা হয়েছেন, তাদের সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।