Wed. Mar 29th, 2023

দেবীগঞ্জ ফুলবাড়িতে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত আশরাফুল ও মোহাম্মদ আলিসহ তিনজন।

।আবু সাঈদ পঞ্চগড় জেলা প্রতিনিধিঃগতকাল রাত আনুমানিক ৮ঘটিকার সময় পরিকল্পিত ভাবে আশরাফুল, মোহাম্মদ আলি ও গ্রাম পুলিশ পরীক্ষিত তিনজন মিলে অটোগাড়ীতে নুজাহান(৩০) নামের এক অসহায় মহিলাকে ধর্ষণের চেষ্টা করে।ভুক্তভোগী নুরজাহান জানান তাকে ফুসলিয়ে এবং আশরাফুল বিয়ে করবে মর্মে শরীফ বাজার মোহাম্মদ আলির বিয়াই বাড়ীতে নিয় যায়,আশরাফুল (৩০)পিতা আঃ সালাম,মোহাম্মদ আলি(৬০)পিতা মৃত করি শেখ ও অটো চালক গ্রাম পুলিশ পরীক্ষিত পিতা তারা প্রসাদ সর্বসাং ফুলবাড়ি সুন্দর দিঘী ইউনিয়ন। প্রথমে যাওয়ার পথে একবার ধর্ষণের চেষ্টা করে আবার ফেরার পথে আবার নুরজাহানকে ব্যাটারী চালিত অটোগাড়ীতে ধর্ষনের চেষ্টা করে মেয়েটি চেচামেচি করলে রাস্তার চলাচলের লোকজন নুরজাহানকে উদ্ধার করে ফুলবাড়ি বাজারে নিরাপদে রেখে যায়।নুরজাহান জানায় তাকে ধর্ষণ না করতে পারলেও তার মুখে এবং শরীরের স্পর্শ কাতর জায়গায় হাত দিয়েছে এবং কামরিয়ে জখম করে ফেলেছে।এব্যাপারে অভিযুক্ত তিনজনকে জিজ্ঞাসা করলে তারা সবাই তাদের অপরাধ স্বীকার করেছে।মেয়েটির বাবা মা স্বামী না থাকায় এত্তবড় জঘন্য অপরাধের বিচার পাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পরেছে।সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলি জিন্নাহ ও পার্শ্ববর্তী ওয়ার্ডের মেম্বার নোবেল মেম্বারের কাছে জানতে চাইলে তারা বলেন অপরাধীদের কঠিন শাস্তি হওয়া প্রয়োজন কারণ মোহাম্মদ আলি ইতিপুর্বেও এরকম অনেক ঘটানা ঘটিয়েছে।তারা বলেছেন বিষয়টি চেয়ারম্যান সাহেবের নিকট বলা হয়েছে উনি ঘটনার বিচার করবেন।এদিকে চেয়ারম্যান আঃ হালিম সাহেবের কাছে জানতে চাইলে উনি বলেন আমি টিএনও ও ওসি দেবীগঞ্জ মহোদয়ের নিকট পরামর্শ করে অপরাধীদের ব্যাবস্থা নেয়া হবে।বাংলাদে আ,লীগ ৫নং সুন্দর দিঘী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম শাহীন বলেন যদি কেউ অসহায় মেয়েটির পক্ষ কাজ না করে তাহলে আমি নিজেই বাদী হয়ে আইনের আশ্রয় গ্রহন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com