বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর সিদ্দীক (১৭ ), মো: শিশির (১৯), নতুন ইসলাম (১৮) নামে তিন মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে।বুধবার ( ৪ মে ) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের, খালপাড়া জিয়াবাড়ি এলাকার পয়কাম ইসলামের ছেলে নতুন ইসলাম , একই এলাকার তারেক বিল্লালের ছেলে শিশির, আব্বাস আলীর ছেলে, আবু বক্কর সিদ্দীক।এসময় ঘটনাস্থল থেকে জানা গেছে, বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির মোটরসাইকেল যোগে মডেলহাট বাজার থেকে মজারাজা দিঘীতে বেড়াতে যাওয়ার সময় অপর দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে দুইজন এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলের একটিতে তিনজন এবং অপরটিতে দুইজন আরোহী ছিলেন। আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।