Wed. Mar 29th, 2023

সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- …..ভিপি মঈন তুষার

সুমন খান:

দক্ষিন বাংলার শ্রেষ্ঠতম বিদ্যাপিঠ বরিশাল বি.এম কলেজের বর্তমান ভি.পি জননেত্রী শেখ হাসিনার আস্হা ভাজন,সাবেক মেয়র শওকত হোসেন হিরনের একনিষ্ঠ উত্তরসূরী,আমু-নানক ভাই ও পুতুল আপার বিশ্বস্ত ছাত্র নেতা, জননেতা ভি.পি মোঃ মঈন তুষার এর পক্ষ থেকে বরিশাল বাসী ও দেশবাসী কে জনাই ——পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা *** ঈদ মোবারক***

বরিশালের ছাত্র নেতা ও বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার ,   দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন  ,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেইসবুক আইডিতে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ ঈদ শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।
ভিপি মঈন তুষার  বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ‘করোনা মহামারীর ভয়াবহতার শেষে আবার ঈদের খুশি সবার জীবনে মহান আল্লাহ তায়ালার পূর্ণতা হয়ে আসুক এই দোয়া করি। এবারের ঈদে সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।’
মঈন তুষার বলেন, আমি  বরিশাল বাসীকে  ও  সমাজসেবক  হিসেবে ২০২০ সালে করোনা মহামারীর শুরু থেকে অদ্যাবধি দরিদ্র-অসহায় এবং পরিচিত-অপরচিতি কর্মহীন মধ্যবিত্তদের মাঝে যথাসাধ্য ত্রাণ সহায়তা নিয়ে পাশে ছিলাম। তার এই মানবিক কাজের জন্য তিনি সর্বত্র প্রশংসিত হয়েছেন এবং অর্জন করেছেন বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা পদক। তিনি যতদিন বেচে আছেন সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাবেন এমন প্রত্যয় ব্যক্ত করেছেন এবং তিনি সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।
সবশেষে তিনি আরও বলেন- ‘বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক, এই শুভ কামনায় জানাই সবাইকে আবারও ঈদ মোবারক।
তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমান ভাইদের প্রতি জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
তিনি আরও বলেন, রহমত,বরকত ও মাগফিরাতের মাস রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাতির জন্য আনন্দের। তাই পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলে মিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।                       “”””””ঈদ মোবারক”””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com