নবাবগঞ্জে মাদকদ্রব্য ২(দুই) গ্রাম হেরোইন সহ ১ জন আটক”

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ,(দিনাজপুর),প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে ০২(দুই) গ্রাম হেরোইনসহ মোঃ শহিদুল ইসলামকে(৫৫) গ্রেপ্তার নবাবগঞ্জ থানা পুলিশ।জানা যায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে অত্র থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে অত্র থানার সাব-ইন্সপেক্টর বিভূতি ভূষণ ব্রতী রায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি অনুমান ২৩.১০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানা ২ নং বিনোদনগর ইউনিয়নের অন্তর্গত কৃষ্ণপুর মৌজাস্থ আলমনগর বাজারের পূর্ব দিকে আলমনগর ব্রীজের উপরে অত্র থানাধীন কৃষ্ণপুর গ্রামস্থ মৃত দানেশ আলীর ছেলে মোঃ শহিদুল ইসলামকে(৫৫) ০২(দুই) গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ থানায় হাজির হলে এসআই বিভূতিভূষণ ব্রতী রায় এর অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় নবাবগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ০৮(ক)/৪১ ধারায় মামলা রুজু করেন।