শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ত্রান বিতরণ

কাজি সাদিকুর রহমান আতিক, শান্তিগঞ্জ প্রতিনিধি:শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে শতাধিক হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২৮ এপ্রিল) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলার ডুংরিয়া, পয়েন্ট, তেঘরিয়া পয়েন্ট , পাগলা বাজারে প্রায় শতাধিক হতদরিদ্রদের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: জসিম উদ্দিন শরীফি, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি হাজী তহুর আলী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপজেলা যুবলীগ নেতা মাসুক মিয়া, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাইম আহমদ, উপজেলা সেনেটারী অফিসার শহীদুল্লাহ, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, সমীরণ দাস প্রমুখ।