শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

কাজি সাদিকুর রহমান আতিক, শান্তিগঞ্জ প্রতিনিধি: শান্তিগঞ্জ উপজেলায় বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃংখলা ভঙ্গ করে নির্বাচনে অংশ গ্রহণ করায় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি।
সোমাবার (২৫ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদের বিরুদ্ধে দায়ের করা বাহিস্কারাদেশ প্রত্যাহার করেন। বহিস্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। নির্দেশক্রমে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় শৃংখলা ভঙ্গ করে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদ আনরস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দল থেকে বহিস্কার করা হয়েছিল।শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন এর সত্যতা নিশ্চিত করেন। ##