শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

কাজি সাদিকুর রহমান আতিক, শান্তিগঞ্জ প্রতিনিধি::পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীন, গৃহহীন ৩২৯০৪টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এ সংবাদ সম্মেলন করেন তারা।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহাদাৎ হোসেন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন শরীফি, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক হোসাঈন আহমদ, কোষাধ্যক্ষ সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সদস্য জামিউল ইসলাম তুরানসহ উপজেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ।##