গলাচিপার আমখোলায় আগুনে ১০ ঘর পুড়ে ছাই। ত্রান সামগ্রী নিয়ে ছুঁটেএলো জনসেবা সংগঠনের কর্মীরা।

নিজস্ব প্রতিনিধি,
পটুয়াখালী জেলার গলাচিপা থানার আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাউরিয়ায় আগুনে ১০ ঘর পুরে যাওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে ২৪/০৪/২০২২ ইং রোজ শনিবার রাত আনুমানিক ১২টায় আগুন লাগে। এ সময় ক্ষতিগ্রস্তদের চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসলেও চোখের সামনে আগুন এরই মধ্যে ধাউ ধাউ করে মুহূর্তেই ১০ টি ঘর ভস্মীভূত হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ আসেপাশে ফায়ারসার্ভিস না থাকায় এমন ঘটনা সামাল দেয়া যায়নি।ক্ষতিগ্রস্ত পরিবারের কাছ থেকে যানা যায় তারা তাদের আসবাব পত্র ব্যবহারিক কাপড়চোপর ও প্রয়োজনীয় কিছুই তেমন রক্ষা করতে পারে নাই।এ বিষয়ে তাৎক্ষণিক ভাবে সামাজিক সেবামূলক সংগঠন মানবতার সেবায় নিজেদের অর্থায়নে সবসময় যারা কাজ করে থাকেন জনসেবা সংগঠনের কর্মিরা ছুটে এলেন ১০ টি ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায়।এসময় শাড়ী লুঙ্গী অন্যান্য কাপড় ও চাল,ডাল,তেল,লবন খেজুর ছোলা মুড়ি সহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়। জনসেবা সংগঠনের পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান, মোঃ আরিফ,মোঃ জুয়েল,মোঃ রাহাতুজজামান মিরাজ,ও মানিক প্রমুখ।এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকেও ত্রান পাঠানো হয়। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছিল সেবিষয়ে কেউ কিছু বলতে পারে নাই। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি এলাকাবাসীর দাবী ক্ষতিগ্রস্ত পরিবার কে নতুন ঘর ও পর্যাপ্ত খাবার দিয়ে সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।আমখোলা ইউনিয়নে জনসেবা সংগঠনের কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলমান রয়েছে এতে এলাকার গরীব অসহায় অসুস্থদের চিকিৎসা প্রদানসহ অর্থদিয়ে খাদসামগ্রী দিয়ে কাপড় দিয়ে সবসময় ভাল কাজের প্রশংসনীয় কাজে অনেকদূর এগিয়ে রয়েছে সাধারণ মানুষের দোরগোড়ায় এই জনসেবা সংগঠন আরো এগিয়ে নিতে চান তারা।