বালাগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে সামসুল ইসলাম কল্যাণ ট্রাস্ট’র অর্থ বিতরণ

এম এ কাদির, বালাগঞ্জ ঃ
বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের রাজাপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী শরিফুল ইসলাম খালিছদার মুহিতের পারিবারিক উদ্যোগে গঠিত সামসুল ইসলাম খালিছদার কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তৃতীয়বারের মতো নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শরিফুল ইসলাম খালিছদার মুহিত ও তার পরিবারের সদস্যদের অর্থায়নে ২৪ এপ্রিল বিকেলে রাজাপুর গ্রামের শফিকুল ইসলাম খালিছদার বাছিতের বাড়িতে প্রায় শতাধিক পরিবারের মধ্যে এই নগদ অর্থ বিতরণ করা হয়। শফিকুল খালিছদার বাছিতের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া। পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা ও সাবেক সাংবাদিক মাছুমুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- সাপ্তাহিক কুশিয়ারার কূল পত্রিকার প্রকাশক হুসাইন আহমদ, সাংবাদিক শামীম আহমদ। উপস্থিত ছিলেন- প্রবীণ মুরব্বী লুৎফুল ইসলাম খালিছদার রুপা মিয়া, ফাহিমুল ইসলাম খালিছদার, আবেদ খালিছদার ও আদিল খালিছদার প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, সামসুল ইসলাম খালিছদার কল্যাণ ট্রাস্ট আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারা ঈদ ও রোজা উপলক্ষে হত দরিদ্র মানুষকে খাদ্য সামগ্রী উপহার দিয়ে আসছে যা সত্যিই প্রশংসার দাবি রাখে।