মোংলা ছায়া সংগঠনের উদ্যোগে ঈফতার ও ঈদ সামগ্রী বিতরণ

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা বাগেরহাটের মোংলায় অসহায়, দুস্থদের মাঝে ঈফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ মোংলা ছায়া সংগঠন’
রবিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় মোংলা সরকারি কলেজে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুর মোহাম্মদ জোমাদ্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার, মোংলা সার্কেল মোঃ আসিফ ইকবাল উপস্থিত থেকে গরীব, অসহায়দের মাঝে সংগঠনের সদস্যরা এই ঈফতার ও ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের , সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আসিফ, কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক রিমন হেসেন, ক্রিড়া বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন, সদস্য ইউসুফ পাটোয়ারী, রুবেল খাঁন প্রমুখ।
উল্লেখ্য, মোংলা ছায়া সংগঠন অধিকার বঞ্চিত শিশুদের ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে কাজ করেন।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এতিম শিশুদের উন্নত মানের খাবার, শীত বস্ত্র বিতরণ, ইফতার ও সেহরি বিতরণ,ঈদের পোষাক,ঈদ সামগ্রী বিতরণ ও কোরআন শরীফ বিতরণসহ উন্নয়ন মুলক সামাজিক কাজ করে আসছে।##