ঈদকে সামনে রেখে আদমদীঘি সান্তাহারসহ গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ছে মাদক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ার আদমদীঘির সান্তাহার শহরসহ গ্রামাঞ্চলে ব্যাপক হারে মাদকদ্রব্য ছড়িয়ে পড়ছে। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নজরদারী থাকা সত্বেও একশ্রেনীর পেশাদারী মাদক ব্যবসায়ী বিশেষ দিনে অধিক লাভের আশায় বিক্রি ও সেবনের উদ্যেশ্যে মদ গাঁজা হেরোইন ফেনসিডিল ইয়াবা ইনজেকশনসহ বেশ কয়েক প্রকার নেশা সামগ্রী মজুত করতে শুরু করেছে।
বিভিন্ন সূত্র জানায়, পেশাদারী মাদক কারবারিরা পবিত্র ঈদুল ফিতরের বিশেষ দিনে অধিক লাভে বিক্রির আশায়
হিলি, পাঁচবিবি, টেকনাফসহ বেশ কিছু সীমান্ত এলাকা থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য অল্পমূলে কিনে ট্রেন কিংবা বাসযোগে সান্তাহার নিয়ে আসে। সেখানে মাদক কারবারিদের বাসায় মজুত রেখে কিছু অংশ সান্তাহার শহর. ছাতনী ঢেকড়া, নওগাঁ শহরে ও আদমদীঘি বাজার, তালশন, তেতুলিয়া, ডহরপুর, কুসুম্বী, জিনইর, মুরইল বাজার, চাঁপাপুর বাজার, নসরতপুর কলেজপাড়া, কুন্দগ্রাম, ছাতিয়ানগ্রাম, পারইলসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের পাইকারী ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে থাকে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মাদক ব্যবসায়ী জানায়, প্রতি মাসে বিভিন্ন মহলে ২০থেকে ২৫হাজার টাকা করে তাদের দিতে হয়। যার কারনে মুল মাদক ব্যবসায়ীদের আইন প্রয়োগকারী সংস্থা ধরেনা। নারীসহ প্রায় ৪শতাধিক ব্যক্তি এই মাদক ব্যবসার সাথে জড়িয়ে রয়েছে বলে তারা জানাযায়। এদিকে ঈদকে সামনে রেখে উপজেলার আনাচে কানাচে মাদকদ্রব্য ছড়িয়ে পড়ার আশংকায় সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পুলিশ ও মাদকদ্রব্য নিযন্ত্রন অধিদপ্তরের সদস্যরা মাঝে মধ্যে অভিযান চালিয়ে কিছু নেশাখোরকে আটক করলেও মুলহোতার ধরাছোঁয়ার বাহিরেই থেকে যায়। ফলে বহাল তবিয়তে তারা পুনরায় চালিয়ে আসছে এই মরননেশার ব্যবসা। সান্তাহার টাউন ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে চিহিৃত মাদক কারবারিরা নজরদারিতে রয়েছে। এছাড়া মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
#