পঞ্চগড়ে বাড়ির পাশে উঠানে সাথে খেলা করতে গিয়ে শিশুর মৃত্যু

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়ির পাশের উঠানে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মধু (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের গমনা পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত মধু ওই এলাকার হারুন অর রশিদের ছেলে। পরিবারের কাছ জানা গেছে , বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের উঠানে প্রতিবেশি শিশুদের সাথে খেলা করছিল মধূ। খেলার এক পর্যায়ে মধূ বাড়ির পাশের পুকুরের পাড়ে গেলে অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করলে মধূর এক খেলার সাথী জানায় পুকুরের পানিতে পড়ে গেছে । পরে পরিবারের সদস্যরা পুকুর থেকে মধূকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বোদা থানার ওসি আবু সাইদ চৌধুরী পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।