শান্তিগঞ্জ থানায় নতুন ওসি হিসাবে যোগদান করেছেন মো. খালেদ চৌধুরী

কাজি সাদিকুর রহমান আতিক, শান্তিগঞ্জ প্রতিনিধি:শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. খালেদ চৌধুরী। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন গত (২৯ জুন, ২০২০) শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করেন। কাজী মুক্তাদির হোসেন প্রায় ১ বছর ১০ মাস শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করার পর গত মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে তাকে জেলার সুনামগঞ্জ সদর সার্কেলে বদলি করা হয়।
এদিকে নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী সর্বশেষ সিলেট জেলা মাদক বিরোধী সেলের দায়িত্বে ছিলেন। ইতিপূর্বে তিনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। মো. খালেদ চৌধুরী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা এলাকার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. খালেদ চৌধুরী বলেন, শান্তিগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি এ থানাকে মাদকমুক্ত রাখতে কাজ করব।##