ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনউপলক্ষে, তথ্য অফিসের আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড় জেলা তথ্য অফিসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে, পঞ্চগড় সদর উপজেলার মাঘই পানিমাছপুকুরী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বীর মুক্তিযোদ্ধা মোঃ খাদেমুল ইসলাম( প্রধান), সাবেক ডেপুটি কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পঞ্চগড় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ গোলাম মুসা কলিমুল্লাহ, সাবেক চেয়ারম্যান, হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ, পঞ্চগড় সদর । সভাপতিত্ব করেন, একেএম রোকশানুল ইসলাম, প্রধান শিক্ষক, মাঘই পানিমাছপুকুরী উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় সদর । স্বাগত বক্তব্য প্রদান করেন মোঃ হায়দার আলী, তথ্য অফিসার(রুঃদাঃ), জেলা তথ্য অফিস, পঞ্চগড় । আলোচনা সভায় ১৭ এপ্রিল ২০২২ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে ডিএফপি প্রেরীত বিশেষ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর পর স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের গূরুত্ব, ভূমিকা ও অবদান সম্পর্কে আলোচনা করা হয় । অনুষ্ঠানে উক্ত এলাকার জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, গণ্যমাণ্য ব্যাক্তি এবং বিদ্যালয়ের প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন ।