পঞ্চগড়ের দন্ডপাল ইউনিয়নে ডিবি পুলিশ কর্তৃক মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ

আবু সাঈদ পঞ্চগড় জেলা এ্যাসিস্টেন প্রতিনিধি :গত রাত ১০ঃ২০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড় কতৃক একজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। এসআই মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে দেবীগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ০৮ নং দন্ডপাল ইউপিস্থ বিনয়পুর গ্রামে বিনয়পুর কবরস্থান সংলগ্ন কাঁচা রাস্তার উপর হইতে ধৃত আসামী ১| নুর মোহাম্মদ (২২), পিতাঃ মোঃ আলী আকবর ,সাং- বিনয়পুর, থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড়কে ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা, পঞ্চগড়। উক্ত বিষয়ে দেবীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।