Sun. Mar 26th, 2023

প্রতিযোগিতায় বাংলাদেশ

         হাজী মোঃ গোলাম কাইয়ুম আমার দেশ, তোমার দেশ, আমাদের এই বাংলাদেশ।জাতির পিতার স্বপ্নে গড়া – সোনার এই বাংলাদেশ।সবুজ শ্যামল বন-বনানী,  নদ নদীর দেশমাছে ভাতে বাঙ্গালী মোরা, নিইকো তার শেষ।গোলা ভোরা ধান, আলু মুলা শাক সবজিতে ভরা,নদীতে ইলিশ, রুই-কাতলা রৌপ বরণ গড়া।পুকুরে আছে কৈ,  মাগুর, বোয়াল পুটি,  টেংরাকত রকমের রান্না খেতে, হইকিনা দিশে হারা।পোলাও কোর্মা, ফিরনী পায়েশ,  বিরিয়ানি ক্ষীর এক এক গিন্নির এক এক রান্না খেতেই যে অস্থির।তেলে ভাজা নানান পিঠা-পুলি পুরী,  নুন হাস, চিতা ঈদে পর্বে,  মেয়ে জামাই,  আর যত বন্ধু মিতা। এই আনন্দের বাংলাদেশে, আসল মরণ করোনাবিশ্বে মরল ছাপ্পান্ন লাখ, আমেরিকা, ভারত-চীন কাউকে ছাড়ে না। বাংলাদেশে মরল প্রায় ত্রিশ হাজারের মতো। ডাক্তার নার্স ধনী-গরীব কাউকে বাদ রাখেনি তো।বিজ্ঞানীরা গবেষণায় করল টিকা আবিষ্কার করোনা প্রতিরোধ হল তাই শান্তি ফিরল আবার।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হুকুম জারি করল, জনগণকে মাক্স পরিবার।বাসে, ট্রেনে যাত্রীদের করল সীমিত আসন।য় স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের বসার দূরত্ব নিয়ন্ত্রণ। অস্ট্রাজেনেকা ডোছ এক দুই ক্রমের জনগণ নিল নির্ধারিত সময়ে বয়স্কদের তৃতীয় নিতে হল।  তৃতীয় টিকা নিল যার নাম বুস্টার ডোজ।  করোনা এবার বিদায় নিল, হল কিনা নিখোঁজ।   মানব সেবায় আওয়ামী লীগ সরকার নিবেদিত প্রাণ  জনসাধারণের সার্বিক উন্নয়নে,  জাতির হলো কল্যাণ।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বে তার নাম  অগ্রগতির সুনাম ছড়িয়ে চলছে অবিরাম। কৃষি খাত, শিল্প খাত,  ব্যাংক আর শিক্ষা খাত উন্নয়নের জোয়ার এনে সরকার চলছে দিবারাত।পদ্মা নদীতে করেছে বিশাল সেতু নির্মাণ বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উজ্জ্বল অবদান।গরিবের দুঃখীর দুস্থ ভাতা, বয়স্ক ভাতার অভাব সকল দূর  বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া দেশ, দেশবাসী আনন্দে ভরপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com