আদমদীঘিতে নাগরনদে ভ্রাম্যমান আদালতের অভিযান, বিপুল বালুসহ সরঞ্জাম জব্দ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ও চাঁপাপুর এলাকায় নাগরনদে শ্যালো চালিত চালিত ড্রেজার মেশিন লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছেন। এসময় বালু উত্তোলন করার ড্রেজার মেশিন, উত্তোলনকৃত বালু ও সরঞ্জাম জব্দ করা হয়। গতকাল রবিবার ১৭ এপ্রিল বেলা ১১ টা থেকে প্রায় ৫ ঘন্টা ব্যাপি নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার মাহবুবা হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি শ্যালো চালিত ড্রেজার মেশিন, যন্ত্রাংশ এবং ২৫ হাজার সেফটি উত্তোলনকৃত বালু জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়নের উপড় দিয়ে বয়ে যাওয়া নাগরনদের তলদেশ থেকে কতিপয় ব্যক্তি সরকারি নির্দেশ অমান্য করে দীর্ঘ দিন যাবত অবৈধ ভাবে বালু উত্তোলন ও মাটি কেটে বাঁধের ক্ষতিসাধন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে গত রবিবার বেলা ১১ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবা হকের নেতৃত্বে নাগরনদের বিভিন্ন পয়েন্টে অভিযান চলে। অভিযানে একটি শ্যলো চালিত ড্রেজার মেশিন, বিভিন্ন যন্ত্রাংশ ও ২ হাজার ৫০০ সেফটি উত্তোলনকৃত বালু জব্দ করা হয়। অভিযান টের পেয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনকারি দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহবুবা হক বিষয়টি নিশ্চিত করেন।
#