আদমদীঘিতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করা হয়েছে। গতকাল রবিবার ১৭ মার্চ সকালে আদমদীঘি উপজেলা আওয়ামীলীগ অফিসের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলা ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, পূজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির সরকার প্রমূখ। সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।