লৌহজংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান।। দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে।শনিবার ১৬ এপ্রিল দুপুরে উপজেলার মালির অংক এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান পরিচালনা করেন।জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কালে অস্বাস্থ্যকর পরিবেশে উন্মুক্ত ভাবে রাস্তার পাশে খাবার তৈরি ও বিক্রি করায় মদিনা সুইটমিটের দোকান ৩ হাজার টাকা এবং কোন প্রকার লাইসেন্স গ্রহণ না করে দীর্ঘদিন ধরে আইসক্রিম, মাঠা, ঘি, উৎপাদন করে খাদ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, ওজন,পণ্যের মূল্য উল্লেখ না করে বাজারজাত করার দায়ে চানু আইসক্রিম কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কালে উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. নাজমুল ইসলাম ও লৌহজং থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।#