আদমদীঘিতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সাইরুন নেছা (৭০) নামের এক স্বামী পরিত্যক্তা বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ১৫ এপ্রিল রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ি গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। তার মৃত্যুটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক এ নিয়ে চলছে নানা গুঞ্জন। ওইদিন বেলা ১১টায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
আদমদীঘি থানার পুলিশ ও মৃত ব্যক্তির ভাই তছলিম মন্ডল জানায়, আদমদীঘি উপজেলার বাগবাড়ি গ্রামের বৃদ্ধা সাইরুন নেছার বাড়িতে তার মেয়ে জামাই একই গ্রামের বাবলু বসবাস করতো। বসবাস করা কালে জামাইয়ের সাথে স্বাশুড়ির প্রায় চলতো বিরোধ। গতকাল শুক্রবার দিবাগত রাতের খাবার শেষে বৃদ্ধা সায়রুন নেছা তার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ওই কক্ষের বারান্দায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে আদমদীঘি থানায় খবর দেয়ার পর পুলিশ ১১টায় মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীর জানান, লাশ মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত রির্পোট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
#