লৌহজংয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ আসামী গ্রেফতার

ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ।
শুক্রবার (১৫ এপ্রিল) লৌহজং থানা পুলিশের অফিসার ফোর্স বিশেষ অভিযান পরিচালনার সময় উপজেলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৫ আসামী মো. রাজিব শেখ, পিতা- মো. কুদ্দুস শেখ, সাং-হাটভোগদিয়া,মো. মুরাদ হোসেন, পিতা- মো. নুরনবী, সাং-কনকসার, মো. আল ইসলাম, পিতা- মৃতঃ জয়নাল তায়ানী, সাং- দক্ষিন হলদিয়া,মো. রাকিব হোসেন মৃধা, পিতা- আমিনুল ইসলাম, সাং- বড় নওপাড়া, মো. রাব্বি, পিতা- মো. হাবিব ওরফে হবি সরদার,সাং-দক্ষিন মাহমুদপট্টির গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়।
লৌহজং থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর জানান, লৌহজং থানা পুলিশ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভূক্ত পাঁচ আসামীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা প্রত্যেকেই লৌহজং উপজেলার বাসিন্দা।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।