লৌহজংয়ে সীমিত আকারে এবারের বাংলা নববর্ষ উদযাপন

ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বাংলা নববর্ষ উদযাপন,পুরাতনকে বিদায় দিয়ে নতুন বছর বরণ করে নেয় উৎসবপ্রিয় বাঙালি।প্রতিবছর বর্ষবরণে বর্ণাঢ্য আয়োজনে বের করা হতো মঙ্গল শোভাযাত্রা।বৈশ্বিক মহামারি করোনার কারণে গত দু’বছর উদযাপিত হয়নি বাংলা নববর্ষবরন।এবছরমাহে রমজানের কারণে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সীমিত আকারে এবারের বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।উপজেলা পরিষদ ও সরকারি লৌহজং কলেজ যৌথভাবে পহেলা বৈশাখের কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার সকালে সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গন থেকে প্রধান সড়কে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে কলেজ প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, বর্তমান ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মহিলা রিনা ইসলাম, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন বাবুল মুন্সী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল প্রমুখ।#