মোংলায় নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা আগামী সুন্দর স্বপ্নের প্রত্যয়ে মঙ্গল শোভাযাত্রা সহ নানান আয়োজনে মোংলায় বাংলা ১৪২৯ সালকে বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মোংলা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় পহেলা বৈশাখ উপলক্ষে মোংলা উপজেলা চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার এর নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণের কর্মসূচি শুরু হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন বাঙ্গালী সংস্কৃতিকে ধারণ করে নানা সাজে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এর আগে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান খন্ড খন্ড নিজস্ব শোভাযাত্রা নিয়ে আয়োজিত এ বৈশাখী শোভাযাত্রার সাথে মিলিত হয়।
এ শোভাযাত্রায় মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,মোংলা পোর্ট পৌরসভার সচিব অমল কৃষ্ণ সাহা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র বাগেরহাট জেলা আহবায়ক বিশিষ্ট সাংবাদিক নুর আলম শেখ, ইউএনও পত্নী, মহিলা বিষয়ক কর্মকর্তা ঈশরৎ জাহান,সহ সর্বস্তরের জনগণ এ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।##