Sun. Mar 26th, 2023

নবাবগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হল বাংলা নববর্ষ

মোঃ মামুনুর রশিদ,নবাবগঞ্জ,(দিনাজপুর), প্রতিনিধিঃবিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জে বাঙ্গালী সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যের ধারক পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শেষ হয়। পরে নবাবাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) তাওহীদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, অধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ জিয়াউর রহমান মানিক, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন, প্রচার সম্পাদক ওয়ায়েস কুরুনী, আনসার ভিডিপি কর্মকর্তা রেজেনা পারভীন আক্তার প্রমূখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা নববর্ষ। হালখাতার মৌসুম। বা পুরাতন বছরকে বিদায় যাই বলি না কেন; এটা মূলত বাঙালির প্রাণের উৎসব। বাংলার জাতীয় উৎসব। কোন ধর্মের গন্ধ নেই, নেই কোন বর্ণ বা জাতি’র ছোঁয়াচে রূপ কিংবা সাম্প্রদায়িকতার রসালো আভাস। তবুও পহেলা বৈশাখ প্রকৃতি আর উদযাপনের রঙে বর্ণিল, আনন্দের মাতাল রসে মাতোয়ারা আর নানান দেশীয় খাবারের গন্ধে পাগলপারা।পহেলা বৈশাখ এর ইতিহাস না ঘেটে বরং এর উদযাপনই যেন বাঙালির কাছে সবসময় বড় হয়ে দাঁড়িয়েছে বারবার। আর সময়ের পরিক্রমায় এটি বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই তো পহেলা বৈশাখ মানে নতুন বছর, নতুন নতুন খাবার, পোশাক, বাড়িতে অতিথি, দোকানের নতুন হিসাবের খাতা। শিশু, কিশোর আর যুবকদের জন্য আনন্দ উৎসবের এক অন্য রকম দিন।পহেলা বৈশাখ মানে হালখাতা কিংবা গ্রামে-গঞ্জে বৈশাখী মেলা, লাঠি খেলা, ঘৌড় দৌড়, ঘুড়ি উৎসব, পিঠা পুলি, মিষ্টি, নতুন চালের পান্তা ভাত। আর নগর সংস্করণ হচ্ছে মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ র‌্যালী, কনসার্ট আর ঘোরাঘুরি। এগুলোর সম্মিলনই পহেলা বৈশাখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com