Sun. Mar 26th, 2023

পটুয়াখালী শহরের বিশিষ্ট ব্যবসায়ী শিবু লাল দাস অপহরণ

পটুয়াখালি সদর উপজেলা প্রতিনিধি: মোঃ সালাউদ্দিন রুবেল। 
পটুয়াখালী শহরের বিশিষ্ট ব্যবসায়ী শিবু লাল দাস অপহরণ হয়েছে তার মুক্তিপণের বিনিময়ে ২০ কোটি টাকা দাবি করেছে অপহরণকারীরা।
খোঁজ নিয়ে জানা যায়, শিবু লাল দাস পটুয়াখালী পৌর শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা। তিনি শহরের একজন বিশিষ্ট ঠিকাদার, তাছাড়া  ব্রিজের টোল আদায় খেয়াঘাট ইজারা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশক ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন তিনি।
সোমবার ১১ই এপ্রিল রাত ৯ টার দিকে গলাচিপা উপজেলা থেকে পটুয়াখালী ফেরার পথে তিনি অপহরণের শিকার হন। দিনগত রাত ৩টার দিকে তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে স্ত্রীর কাছে একটি ফোন আসে। এ সময় শিবু লালের মুক্তিপণ হিসেবে ২০ কোটি টাকা দাবি করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সোমবার রাতেই শিবু লাল দাসের ব্যবহৃত গাড়িটি আমতলী থেকে উদ্ধার করা হয়েছে। মোবাইল নম্বরে কল দিয়ে মুক্তিপণ দাবির একটি অডিও রেকর্ড পাওয়া গেছে। শিবু লাল দাসকে উদ্ধারে পুলিশের ছয়টি টিম কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com