নবাবগঞ্জে পুলিশের দেয়া বাড়ির উদ্বোধন

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ দিনাজপুরঃ মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপন করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের নবাবগঞ্জ থানার গৃহহীন সুবিধাভোগী হাসিনাকে পুলিশের দেয়া বাড়ি বুঝিয়ে দেওয়া হয়। এ সময় নবাবগঞ্জ থানার ওসি ফেরদৗস ওয়াহিদ ,তদন্ত (ওসি) তাওহিদুল ইসলাম,নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.হাসিম উদ্দিন,স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন ।