আদমদীঘিতে পুলিশের উদ্যোগে গৃহহীন প্রতিবন্ধী ইউসুফ পেলেন ঘর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মুজিববর্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হয়েছে। এরই অংশ হিসাবে বগুড়ার আদমদীঘি উপজেলায় গৃহহিন প্রতিবন্ধী ইউসুফ আলী পেলেন একটি ঘর। গত রবিবার সকাল ১০টায় আদমদীঘির ছাতনি পাইকাপাড়া গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরের উদ্বোধন করেন। এ উপলক্ষে আদমদীঘি থানা পুলিশের আয়োজনে সান্তাহার ইউনিয়ন ছাতনী পাইকপাড়া গ্রামের প্রতিবন্ধী ইউসুফ আলীর পরিবারকে তিনকক্ষ বিশিষ্ট একটি ঘর হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন, ওসি (তদন্ত) আলমাস আলী, সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, উপ পরিদর্শক শাহ আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমূখ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বলেন, মুজিববর্ষে দেশের প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ। এ কর্মসূচির আওতায় মোট ৫২০টি গৃহ নির্মাণের জন্য ঘর নির্মান করা হয়। প্রাথমিক পর্যায়ে অত্র উপজেলার গৃহহিন প্রতিবন্ধী ইউসুফ আলীর পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে