লৌহজং থানা ভবনে সার্ভিস ডেস্ক ও গৃহহীনকে পাকা ঘড় হস্তান্তরের উদ্বোধন

ফৌজি হাসান খান রিকু,
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতি থানায় স্থাপিত সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ উদ্বোধন অনুষ্ঠানের অংশ হিসেবে রবিবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং থানায় ভার্চুয়াল ডেস্কের উদ্বোধন করা হয়। নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য এ ডেস্ক স্থাপিত হয়েছে।
এ ছাড়া লৌহজং থানা পুলিশের তত্ত্বাবধানে তৈরি উপজেলার কলমা ইউনিয়নের দক্ষিণ কলমা গ্রামের ডলি আক্তার নিজস্ব জায়গায় একটি পাকা ঘর পেয়েছেন। ঘর পেয়ে উপকারভোগী ডলি ভীষণ খুশি। ডলি জানান, স্বামী ও স্কুল পড়ুয়া দুই মেয়েকে নিয়ে এখন শান্তিতে থাকতে পারবেন। তবে ঘরে বিদ্যুৎ সংযোগ, টিউবওয়েল ও টয়লেট স্থাপন না থাকায় কিছুটা হতাশ তিনি।
লৌহজং থানা ভবনে সার্ভিস ডেস্ক স্থাপন ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মানিক মিয়াসহ থানার পুলিশ কর্মকর্তা, মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।#