Wed. Mar 29th, 2023

লৌহজং থানা ভবনে সার্ভিস ডেস্ক ও গৃহহীনকে পাকা ঘড় হস্তান্তরের উদ্বোধন



ফৌজি হাসান খান রিকু,
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতি থানায় স্থাপিত সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ উদ্বোধন অনুষ্ঠানের অংশ হিসেবে রবিবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং থানায় ভার্চুয়াল ডেস্কের উদ্বোধন করা হয়। নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য এ ডেস্ক স্থাপিত হয়েছে। 

এ ছাড়া লৌহজং থানা পুলিশের তত্ত্বাবধানে তৈরি উপজেলার কলমা ইউনিয়নের দক্ষিণ কলমা গ্রামের ডলি আক্তার নিজস্ব জায়গায় একটি পাকা ঘর পেয়েছেন। ঘর পেয়ে উপকারভোগী ডলি ভীষণ খুশি। ডলি জানান, স্বামী ও স্কুল পড়ুয়া দুই মেয়েকে নিয়ে এখন শান্তিতে থাকতে পারবেন। তবে ঘরে বিদ্যুৎ সংযোগ, টিউবওয়েল ও টয়লেট স্থাপন না থাকায় কিছুটা হতাশ তিনি। 

লৌহজং থানা ভবনে সার্ভিস ডেস্ক স্থাপন ও ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মানিক মিয়াসহ থানার পুলিশ কর্মকর্তা, মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com