সান্তাহারে নেশার এ্যাম্পলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি সান্তাহার ফাঁড়ি পুলিশ নেশার এ্যাম্পলসহ ফিরোজ হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত বুধবার (৬ এপ্রিল) দুপুরে সান্তাহার রেলগেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১২ পিস নেশার এ্যাম্পল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ফিরোজ আদমদীঘি উপজেলার সান্দিড়া দীঘিরপাড় গ্রামের বুলু মিয়ার ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় সান্তাহার রেলগেট সংলগ্ন এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে দুপুর সাড়ে ১২ টায় ওই স্থানে অভিযান চালিয়ে বাধন ফোন ফ্যাক্সের দোকানের সামনে থেকে ফিরোজ হোসেনকে গ্রেফতার ও তার হেফাজতে থাকা ১২ পিস নেশার এ্যম্পল উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে গ্রেফতারকৃত ফিরোজ হোসেনকে আদালতে প্রেরন করা হয়েছে।#