আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গাছের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে শ্রী অসিম চন্দ্র মাঝি (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গত সোমবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কামার পুকুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের শ্রী আমল কান্ত মাঝির ছেলে।
পুলিশ জানায়, অসিম চন্দ্র মাঝি একজন দিন মজুর ছিলেন। গত সোমবার বিকেল সাড়ে ৩টায় সে তার বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ে গিয়ে সবার অজান্তে মেহগনি গাছের ডালের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, এ ব্যাপারে থানয় একটি ইউডি মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা কারা হচ্ছে অসিম চন্দ্র মাদকাসক্ত ছিলেন। কোন বাদি না থাকায় পরিবারের নিকট তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।