রাজগঞ্জে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনে থ্যালাসেমিয়া আক্রান্ত দুই শিশুর ৫ বছরের দায়িত্বভার গ্রহণ
নজরুল ইসলাম, মনিরামপুর প্রতিনিধিঃ
গতকাল রাজগঞ্জের কোমলপুর গ্রামে ফ্রেন্ড সার্কেল ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে গরীব অসহায় একই পরিবারের থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত দুইটি বাচ্চার প্রয়োজনীয় রক্ত, রক্ত প্রদানের যাবতীয় খরচ ও বড় মেয়ের লেখাপড়ার ব্যয় ভারের দায়িত্ব পাঁচ বছরের জন্য গ্রহণ করে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।
গতকাল বিকেলে কোমলপুর গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে উপস্থিত হয়ে এই ঘোষণা দেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল হোসেন, সহ কেন্দ্রীয় কমিটির সভাপতি সবুজ হোসেন, সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ রিফাত, সহ সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, কোষাধ্যক্ষ রাকিবুল হাসান পলাশ ও শাহরিয়ার হোসেন, যোগাযোগ সম্পাদক রায়হান বাবু, রক্ত বিষয়ক সম্পাদক ইসরাফিল হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বিপ্লব হোসেন সহ ৭ নং খেদাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি ইব্রাহিম হোসেন রাজু, ৯ নং ঝাঁপা ইউনিয়ন শাখার সভাপতি আশরাফুল হোসেন, ১১ নং চালুয়াহাটি ইউনিয়ন শাখার সভাপতি মাসুম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সহ সাধারণ সদস্যরা।
বাসায় উপস্থিত বাচ্চার মায়ের সাথে কথা বলে জানা যায়, তার ৩ টি মেয়ে সন্তান। বড় মেয়ে আছিয়া (১৫) অষ্টম শ্রেণি সুস্থ আছে, মেজো মেয়ে রুকাইয়া (০৩) রক্তের গ্রুপঃ বি+ বর্তমানে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে প্রতি ২-৩ মাস পর – পর ১ ব্যাগ (৪৫০ মিলি) রক্ত দিতে হয় এবং তার ছোট মেয়ে ফাতেমা (১ বছর ৬ মাস) রক্তের গ্রুপঃ বি+ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে প্রতি মাসে (৩০০ মিলি) করে রক্ত দিতে হয়। অসহায় গরীব এই পরিবারের পক্ষে রক্ত কেনা ও দেওয়ার খরচ বহন করা খুবই কষ্টকর, সংগঠনের নেতৃবৃন্দ এই ঘোষণা দেয়ায় পরিবারের সকলের মুখে হাসি ফুটে ওঠে এবং পরিবারটি তাদের বাচ্চাদের নিয়ে দুশ্চিন্তা মুুক্ত হয়।