Wed. Mar 29th, 2023

মোংলায় সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে কলার দাম


 মোঃএরশাদ হোসেন রনি, মোংলা রহমত মাগফেরাত  নাজাতের মাস পবিত্র মাহে রমজান। অথচ সেই রমজান মাসকে পুজিকরে বেপরোয় হয়ে উঠেছে একধরনের  অসাধু কলা ব্যাবসায়িরা। সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাহীরে চলে গেছে কলার দাম,  রমজানের আগে যে কলা কিনতে হতো ২০/২৫ টাকা হালী বর্তমানে সেই বাংলা কলার দাম ৪০/ থেকে ১০০টাকা।
সরজমিনে মোংলা পৌর শহরের কলেজ মোড়,  বটতলা,কুমার খালি, দিগরাজ, এবং মোংলা বাজার এলাকা ঘুরে এমন চিত্র দেখাগেছে। কলেজ মোড় এলাকার  কলা বিক্রেতা বহাদুর বলেন আগে যে কলা কিনতে হতো ২০০থেকে ৩০০টাকা পোন এখন সে কলা আড়ৎ থেকে  কিনতে হচ্ছে ৪০০থেকে ৬০০টাকা দরে তাই আমাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
কলা কিনতে আসা ভ্যান চালক ওসমান বলেন কলা কিনতে এসে আমার মাথা ঘুরাচ্ছে, এতো দাম দিয়ে কলা কিনে আমার পক্ষে রোজা থাকা সম্ভব না,  প্রয়োজনে আমি কাঁচা মরিচ আর পেয়াজ দিয়ে ভাতখেয়ে রোজা থাকবো। 
মোংলা পোর্ট পৌরসভার সাবেক কাউন্সিলর ইমরান হোসেন বলেন রমজান মাসকে পুঁজি করে এক ধরনের অসাধু আড়ৎ দাররা কলার দাম বাড়িয়ে বিক্রি করছে, যার ফলে সাধারণ মানুষ অতিরিক্ত দাম দিয়ে কলা  কিনতে হিমশিম খাচ্ছে তাই আমি মনে করি স্থানীয় প্রশাসনের উচিত কলার আড়ৎ  গুলিতে নজর দারি বাড়ানো।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com