Fri. Mar 24th, 2023

মোরার বাজার ইকবাল ল’ চেম্বার ও আইএন এন্টারপ্রাইজ এন্ড অনলাইন সলিউশনের উদ্বাধন৷

এম এ কাদির, বালাগঞ্জ ঃ
সিলেট জজকোর্টের আইনজীবী তরুন সমাজকর্মী ইকবাল আহমদের ব‍্যক্তিগত “ল” চেম্বার ও আইএন এন্টারপ্রাইজ এন্ড অনলাইন সলিউশন নামে একটি প্রতিস্টানের উদ্বাধন করা হয়েছে। শুক্রবার পহেলা এপ্রিল সন্ধ্যায় বালাগঞ্জের মোরার বাজার (গহর পুর)
এ‍্যাডভোকেট ইকবাল আহমদের
ব‍্যক্তিগত “ল” চেম্বার ও প্রতিস্টানের উদ্বোধন করা হয়।এ‍্যাডভোকেট ইকবাল আহমদের সঞ্চালনায় আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন,
সিলেট জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুস, সিলেট জেলা পরিষদ সদস্য মোঃ লোকন মিয়া, মাওলানা আব্দুল গফুর, (শারস পুরী) মাওলানা আব্দুল নুর , সাবেক ইউপি সদস্য মোঃ সুরুজ আলী , দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক এম.এ মালেক,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ময়নুল ইসলাম সালেহ,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল,সমাজকর্মী আব্দুল্লাহ রহমান, ইজলালুর রহমান,এস আলম, শাহজাহান আহমদ সুজন, , ডা. ফতহুল হাসনাত চৌধুরী
শওকত আলী লন্ডনী, সজ্জাদ আলী, ডা. আব্দুল আহাদ, সন্তোষ রঞ্জন দাস, শামীম আহমদ, সাহেদ আহমদ,ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল আলম পিন্টু, হাসান আহমদ,তোফায়েল আহমদ, শাহিন আহমদ, সোহেল আহমদ, আলমগীর হোসেন, আব্দুর রকিব, আব্দুল করিম, ইছুব আলী, ভির আহমদ নাইম আই.এন এন্টারপ্রাইজ এন্ড অনলাইন সলিউশন এর পরিচালক সালেহ আহমদ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হুসাইন গহরপুরের শায়খুল হাদীস মাওলানা আব্দুল হাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com