কান্না থামছেই না তানজিলার ফিরতে চায় মায়ের কোলে

কান্না থামছেই না তানজিলার ফিরতে চায় মায়ের কোলে। সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি । পটুয়াখালীর দশমিনায় পথ ভুল করে আসা সাত বছরের শিশু তানজিলা বাবা-মায়ের কাছে ফিরতে চায়। তার কান্না আর আহাজারি থামাতে পারছেন না আশ্রয়দাতারা। গত ৯ দিন ধরে শিশুটি উপজেলার রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী গ্রামের অগ্নিগাইন নামে এক ব্যক্তির আশ্রয়ে রয়েছেন। তানজিলা স্থানীয়দের জানায়, ঢাকার কমলা�