Wed. Mar 29th, 2023

আদমদীঘিতে চার বছরের শিশুকে ধর্ষণ, একজন গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাত্র চার বছর বয়সের এক শিশুকন্যাকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযোক্ত জাহিদুল ইসলাম (১৭) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টায় আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের ব্যাপাবিপাড়ায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম আদমদীঘি উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের মজনু সাখিদারের ছেলে। এ ঘটনায় গতকাল শুক্রবার (১ এপ্রিল) সকালে ধর্ষণের শিকার ওই শিশুকন্যার বাবা বাদি হয়ে জাহিদুল ইসলামসহ দুইজনকে আসামী করে আদমদীঘি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশ ও মামলা সুত্রে জানাযায়, গত বৃহস্পতিবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া ব্যাপারি পাড়ার বিকেল থেকে রাস্তায় অন্যান্য শিশুর সাথে ওই শিশুকন্যাও খেলা করছিল। সন্ধ্যা ৭টা দিকে একই গ্রামের মজনু সাখিদারের ছেলে জাহিদুল ইসলাম শিশুকন্যাকে দোকান থেকে মিষ্টি খাওয়ানোর প্রলোভন দিয়ে বাড়ির পাশে জৈনক মজিদের টিউবওয়েল পাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে শিশুকন্যাকে উদ্ধার করে। এসময় লম্পট জাহিদুল পালিয়ে যায়। পরে শিশুকে অসুস্থ অবস্থায় প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসাপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক জাহিদুল ইসলামকে গ্রেফতার করে।
আদমদীঘি থানার ওসি তদন্ত আলমাস আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত জাহিদুল ইসলামকে গতকাল দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতার তৎপরতা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com