Sun. Mar 26th, 2023

গলাচিপায় গৃহবধূকে নির্যাতন করে হত্যাশ্বাশুরি দেবর ননদসহ গ্রফতার ৩।

গলাচিপা  (পটুয়াখালী) প্রতিনিধিগলাচিপায় বিয়ের তিন মাসের মধ্যেই গৃহবধূ রুমানা আক্তার (১৯) কে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। হত্যার পর ওই গৃহবধূর লাশ হাসপাতালে রেখে স্বামী ও তার স্বজনরা পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা গ্রামে। অপরদিকে এ ঘটনায় রুমানার মা মোসা. সাজেদা বেগম বাদী হয়ে রুমানার স্বামী বেল্লাল হাওলাদার, শ্বশুর মো.শহিদুল হাওলাদার, দেবর মো. টিপু, ফেরদাউস, শাশুরি মোসা.ঝরর্না বেগম ও ননদ কে আসামী করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গৃহবধূ রুমানার শ্বাশুরি ঝরনা বেগম, দেবর টিপু ফরদাউস ও ননদ সীমা বেগমকে পুলিশ বুধবার রাতেই ডাকুয়ার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। এ ঘটনা সম্পর্কে বুধবার বেলা ১টায় থানায় প্রেস ব্রিফিং করেন গলাচিপা থানার অফিসার ইনচার্য এম আর শওকত আনোয়ার ইসলাম।পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা গ্রামের শহিদুল হাওলাদারের ছেলে বেল্লাল হাওলাদারের (২৮) সাথে দশমিনা উপজেলার পশ্চিম আলীপুরার ৪ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের মেয়ে রুমানা বগম (১৯) এর বিয়ে হয়। প্রথম দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে গৃহবধূ রুমানার সাথে তার স্বামী ও স্বামীর পরিবারের লোকজন খারাপ আচরণ  শুরু করে। সংসারের বিভিন্ন ঘটনা নিয়ে রুমানার স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর ও ননদ বহুবার তাকে মারধর  করে। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রুমানার স্বামী বেল্লাল আমাকে মোবাইল ফোনে বলেন, রুমানা অসুস্হ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি।। খবর পেয়ে রুমানার বাবা মাসহ স্বজনরা গলাচিপা হাসপাতালে এসে দেখে রুমানার লাশ পড়ে আছে। তার স্বামীর বাড়ির কোন লাকজন নেই। পরবর্তীতে রুমানার মা জানতে পারেন বিকেলে সাড় পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যে কোন সময় রুমানাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

উপদেষ্টা মন্ডলীঃমোঃ দেলোয়ার হোসেন খাঁন(হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান)
ডঃ দিলিপ কুমার দাস চৌঃ ( অ্যাডভোকেট,সুপ্রিম কোর্ট ঢাকা)
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান চৌধুরী ।।আইন সম্পাদকঃ অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী।।
সম্পাদক ও প্রকাশক: মো: আজির উদ্দিন (সেলিম)
নির্বাহী সম্পাদক: দিলুয়ার হোসেন।। ব্যবস্থাপনা সম্পাদক: মোছাঃ হেপি বেগম ।I বার্তা সম্পাদক: মোঃ ছাদিকুর রহমান (তানভীর)
প্রধান কার্যালয় ২/২৫, ইস্টার্ণ প্লাজা,৩য়-তলা ,আম্বরখানা সিলেট-৩১০০।
+8801712-783194 dailyhumanrightsnews24@gmail.com