ভয়েস অব বালাগঞ্জ ও পূর্ব গৌরী পুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

এম এ কাদির, বালাগঞ্জ ঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে ভয়েস অব বালাগঞ্জ ও পূর্ব গৌরী পুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দারিদ্র্য মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) বিকেল ৫টায় স্থানীয় হাড়িয়ার গাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল।ভয়েস অব বালাগঞ্জের সম্পাদক তারেক আহমদের সভাপতিত্বে ও
পূর্বগৌরীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মারুফ আলম তালুকদার মিজুর পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান কুনু, বিশিষ্ট সমাজসেবী হাজী আব্দুল গফফার,সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন,বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সমাজকর্মী তামিমুল করিম হৃদয়, ইউ/পি সদস্য আব্দুল করিম, আব্দুল মুহিত।
বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হেপী দাস, ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মো. মোজাহারুল ইসলাম।