নর্থ পয়েন্ট এডুকেশন স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর

ফৌজি হাসান খান রিকু, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের নবীনবাগে নর্থ পয়েন্ট এডুকেশন স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে এ শিক্ষা সফরে ২০২১ শিক্ষাবর্ষে প্রথম এসএসসি শতভাগ কৃতকার্য ছাত্র-ছাত্রীদের স্কুলের পরিচালক কুলসুম বেগম সীমা পুরষ্কার প্রদান করেন।
নর্থ পয়েন্ট এডুকেশন স্কুল এন্ড কলেজের প্রথম ব্যাচ শতভাগ পাশ করায় উক্ত প্রতিষ্ঠানকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার জালাল উদ্দিন খান স্মৃতি ফাউন্ডেশনের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন খান লিটু স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান লায়ন এম আর খান মিজান, স্কুলের ভাইস চেয়ারম্যান নুরুল আফসার সাঈদ, চীফ কো-অর্ডিনেটর মারুফ হোসেন, প্রধান হিসাব কর্মকর্তা আমিরুল ইসলাম, পরিচালক মোঃ রুবেল ইসলাম ও খোদেজা বেগম এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ক্রেস্ট তুলে দেন। এ ছাড়া স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধা তালিকার পুরস্কার তুলে দেওয়া হয়।#