রাজগঞ্জে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথি শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র

নজরুল ইসলাম, মনিরামপুর থেকেঃ
মণিরামপুর উপজেলায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এলাকায় শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
২৭শে মার্চ ২০২২ বিকেলে, সভায় অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ কামাল তুষারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার। তিনি তার বক্তব্যে, এলাকায় সরকারি নীতিমালা অনুযায়ী কোচিং বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, চেয়ারম্যান আবদুল হামিদ সরদার, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আকবর হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ্ব কফিল উদ্দিন, সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, আমিনুর রহমান সাগর, এডভোকেট শাহনাজ পারভীন, প্রধান শিক্ষক আক্তারুজ্জামান শিবলী, নজরুল ইসলাম, সাহানা সামরোজ লজি, ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, সমাজসেবক আব্দুল মাজীদ, আজিজুর রহমান, শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম রাজা।